রাইস কুকারে রান্নার সময় শর্ট সার্কিট, এরপর পুরো ঘরে আগুন
শেরপুরের নালিতাবাড়িতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তসলিমা বেগম(৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালুকপাড়া এলাকার স্থানীয় নুর আলম মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তাসলিমা তালুকপাড়া এলাকার এরশাদ আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী।
আরও পড়ুন
তাসলিমা বেগমের স্বামী এরশাদ আলী বলেন, রাত ৯টার দিকে তাসলিমা বেগম রাইস কুকারে ভাত রান্না করছিলেন। এ সময় শর্ট সার্কিট থেকে পুরো টিনশেড ঘর বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায়। এ সময় মেইন লাইন বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান তাসলিমা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক।
তিনি বলেন, রাত সোয়া ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
নাইমুর রহমান/এমজে