জামালপুরে লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে পল্লী বিদ্যুতের লোডশেডিং। সীমাহীন তীব্র ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা।
রোববার (১৭ মার্চ) দুপুরে মাদারগঞ্জ পুরাতন পৌরভবন মোড়ে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের আয়োজনে মানববন্ধন হয়েছে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে লোডশেডিং। গ্রামে সবচেয়ে বেশি লোডশেডিং দিচ্ছে পল্লী বিদ্যুৎ। সেহরি ও নামাজের সময় লোডশেডিং হয়ে থাকে। ভালোভাবে গরম শুরু হওয়ার আগে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তাতে বুঝা যাচ্ছে গরমে তীব্র লোডশেডিং হবে।
তারা আরও বলেন, সরকার চলতি বোরো মৌসুমে গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলেছে। কিন্তু শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য করা হচ্ছে। কৃষকেরা জমিতে সময়মতো সেচ দিতে পারছেন না।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. ওবাইদুল্লাহ আল মাসুম বলেন, মাঝখানের গত দুই-তিনদিন বেশি লোডশেডিং ছিল। এখন প্রায় অনেকটাই স্বাভাবিক। সামনে লোডশেডিং হবে কি না সেটা বলতে পারব না।
রকিব হাসান নয়ন/এমজে