পৌনে তিন ঘণ্টা ধরে কুমিল্লা স্টেশনে আটকা চট্টলা এক্সপ্রেস
পৌনে তিন ঘণ্টা ধরে কুমিল্লা রেলওয়ে স্টেশনে আটকা পড়ে আছে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন।
রোববার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা স্টেশনে আসে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি। নাঙ্গলকোটের ঢালুয়া তেজেরবাজার এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
এতে চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। এ ট্রেনে করে ঢাকা থেকে আসা লাকসাম ও এর আশপাশের যাত্রীরা ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসে করে গন্তব্যে পৌঁছালেও বিড়ম্বনায় পড়েছেন চট্টগ্রামের যাত্রীরা।
মো. বশির জাহাঙ্গীর নামের এক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, আমি একটি আমদানি প্রতিষ্ঠানে চাকরি করি। ঢাকা থেকে কোম্পানির কাজে চট্টগ্রাম যাচ্ছি। কখন যে চট্টগ্রামে পৌঁছাতে পারব জানি না।
আরও পড়ুন
জীবন দাস নামের আরেক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, কুমিল্লা স্টেশনে পড়ে আছি দুই ঘণ্টার ওপরে। এখানেই ইফতার করেছি। হয়তো সেহরিটাও এখানেই করতে হবে যা পরিস্থিতি দেখছি। কর্তৃপক্ষ যদি দুর্ঘটনায় পতিত ট্রেনটি দ্রুত উদ্ধার করে তবে আমরা চট্টগ্রাম যেতে পারব। কতক্ষণ এভাবে বসে থাকে যায়!
প্রসঙ্গত, রোববার দুপুর ২টার দিকে নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ১৮টি বগির মধ্যে ইঞ্জিনের সঙ্গের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়। এতে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে আছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত থাকলেও কারও আঘাতই গুরুতর নয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়।
আরিফ আজগর/এমজেইউ