বড় বোনের বর্ণনায় আঁকা হলো দুই খুনির স্কেচ

ফেনীর পরশুরামে হাত-পা ও মুখ বেঁধে উম্মে সালমা লামিয়া (৭) নামে এক শিশুকে হত্যার ঘটনায় হত্যাকারীদের ছবি (স্কেচ) এঁকে নিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী লামিয়ার বড় বোন ফাতেমা আক্তার নিহার (১২) বর্ণনা অনুযায়ী এ স্কেচ করা হয়।
স্কেচটি ইতোমধ্যে দেশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি দুপুরে হেলমেট পরা দুই যুবক পরশুরাম পৌরসভার পশ্চিম বাঁশপদুয়া এলাকার এয়ার আহাম্মদের ভাড়া বাসায় এসে নিজেদের পল্লী বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলেন। শিশুরা দরজা খুলে দিলে তারা ঘরের ভেতর ঢুকে লামিয়াকে (৭) স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে। এ সময় বড় বোন ফাতেমা আক্তার নিহা (১২) পালিয়ে গিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়।
ওই দিন রাতে এ ঘটনায় নিহত শিশু লামিয়ার বাবা মো. নূর নবী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে পরশুরাম থানায় একটি মামলা করেন।
হত্যার ঘটনায় পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে লামিয়ার মা আয়েশা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই দফা পাঁচ দিনের রিমান্ড শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। লামিয়াকে হত্যার পরিকল্পনার অভিযোগে অভিযুক্ত মা আয়েশা বর্তমানে ফেনী কারাগারে আছেন।
নিহত লামিয়ার বাবা নূর নবী বলেন, বিচ্ছেদের পরও আমার আগের স্ত্রী আয়েশার সঙ্গে বিরোধ চলে আসছিল। আমাকে ও আমার বর্তমান স্ত্রীকে ফাঁসাতেই আয়েশা এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন বলেন, এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নিহার কাছ থেকে বিবরণ শুনে স্কেচ করানো হয়েছে। আঁকা স্কেচ ইতোমধ্যে দেশের সব থানায় পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে পুলিশ নিরলসভাবে কাজ করছে।
এমএসএ