২১ বছর পর নির্বাচনের আয়োজন, শেষ মুহূর্তে স্থগিত
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৭ মার্চ)নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্বাচন স্থগিত করা হয়।
শুক্রবার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন।
জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি করা হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নং-১৯৮৫/২০২৪) অনুসারে পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৪ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যক্রম আদেশের তারিখ থেকে ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী আদেশের কপি প্রাপ্তির ২ মাসের মধ্যে আবশ্যিকভাবে নবগঠিত ইউনিয়ন ১০নং মোতাহারনগর ও পুনর্গঠিত পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোটার তালিকা পুনঃবিন্যাস করার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৩ সালে লালমোহন উপজেলার ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর সীমানা সংক্রান্ত জটিলতায় প্রায় ২১ বছর বন্ধ ছিল ইউনিয়নটির নির্বাচন। সব জটিলতা কাটিয়ে ৯ মার্চ ইউনিয়নটির নির্বাচন হওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এতে অংশ নেন ৮৩ জন প্রার্থী। যার মধ্যে ১২ জন চেয়ারম্যান পদে, ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫৮ জন ও সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ১৩ জন। ১২টি ভোটকেন্দ্রে ৩১ হাজার ২৭৭ জন ভোটারের ভোট দেওয়ার কথা ছিল। সীমানা জটিলতায় আবারো তা বন্ধ হয়ে গেল।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর