জামালপুরে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার, ৩ শিক্ষককে অব্যাহতি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার পৃথক তিনটি এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মাদারগঞ্জ আব্দুল আলিম কামিল মাদ্রাসার তিন শিক্ষার্থী ও ঘুঘুমারি মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষর্থীকে বহিষ্কার এবং বিদ্যালয়টির তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও নকল সরবরাহের অভিযোগে নিচিন্তপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর আব্দুল্লাহকে ১০ হাজার এবং শাহীন ইসলাম নামে এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দুই শিক্ষককে জরিমানা করা হয়েছে এবং তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রকিব হাসান নয়ন/আরএআর