হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী মহিষলাটি এলাকায় এ ঘটনা ঘটে। হালুয়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সুরুজ মিয়া বলেন, নিহত সাইফুল ইসলাম সীমান্তের কাছে শসার ক্ষেত করেছিলেন। রাতে সেই ক্ষেতে তিনি পানি দিতে আসেন। এ সময় সেখানে বন্য হাতির একটি দল অবস্থান করছিল। সেখান থেকে একটি হাতি এসে সাইফুলকে শুঁড় দিয়ে পেঁচিয়ে নিচে ফেলে পিষ্ট করে তাকে ঠেলে ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে নিয়ে গিয়ে আবারও পদপিষ্ট করে মাথা থেকে শরীর আলাদা করে ফেলে। হাতির দল চলে যাওয়ার পর স্থানীয়রা সাইফুলের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
উবায়দুল হক/আরকে