মানিকগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৯
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামে পূর্ব শক্রতার জেরে ব্যবাসায়ী আবদুল কুদ্দুস হত্যা মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে কালাম (৪৫), চান্দহর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফুর (৪১), হাকিম আলীর ছেলে মিলন (৩২), কালামের ছেলে জুবায়ের (২২), সিরাজপুর গ্রামের সামসুল ইসলামের ছেলে মোখলেছ (৩৮), ওমেদ আলীর ছেলে আবুল হোসেন (৪৮), আবুল হোসেনের ছেলে আব্দুল আওয়াল(২৩), মঞ্জুরুল হক (৩৮) ও বখতিয়ার হোসেন (৫১)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, আবদুল কুদ্দুস হত্যা মামলায় গত ২০ ফেব্রুয়ারি আসামি মঞ্জুরুল হক ও বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে আজ ভোর ৪টার দিকে ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকা থেকে মামলার আরও সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়। এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গত ৩ ফেব্রুয়ারি জেলার সিংগাইর উপজেলার আটিপাড়া গ্রামের দেওয়ান বাড়ি মসজিদের সামনে পূর্ব শত্রুতার জেরে আসামিরা ব্যবসায়ী আবদুল কুদ্দুসকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর নিহতের স্ত্রী শিউলী বেগম বাদী হয়ে সিংগাইর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলা রুজু হওয়ার পর গত ১৩ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশ মামলার তদন্তভার পায়।
সংবাদ সম্মেলনে ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সোহেল হোসেন/আরএআর