চা-আড্ডার জায়গায় পথ বইমেলা, লেখক-পাঠকদের মিলনমেলা
নাটোরে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল পথ বইমেলা। মেলা উপলক্ষ্যে সড়কের পাশে চা-আড্ডার জায়গায় স্থানীয় কবি, সাহিত্যিক, গল্পকার, লেখকদের সঙ্গে পাঠকদের আগমনে মিলনমেলায় পরিণত হয় পথ বইমেলা। প্রতি বছরের ন্যায় এবারও ২১ ফেব্রুয়ারি (বুধবার) নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার উন্মুক্ত চত্বরে আয়োজন করা হয় এই বই মেলার।
সরেজমিনে বইমেলায় গিয়ে দেখা যায়, বইমেলার অন্যতম আকর্ষণ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে। শিশুরা তাদের হাতের নিপুণ ছোঁয়ায় শহীদ মিনার, জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধসহ গ্রাম-বাংলার ছবি এঁকে দর্শনার্থীদের মুগ্ধ করছেন। অন্যদিকে নাটোর জেলার স্থানীয় লেখকদের লেখা বিভিন্ন বই কিনতে স্টলগুলোতে ভিড় করে নানা পেশার মানুষ। এছাড়া দিনব্যাপী এই বইমেলায় আলোচনা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পথ বইমেলায় ছবি আঁকতে দেখা যায় অর্ধশত শিশুকে। যেখানে মায়ের সঙ্গে এসেছে ছোট্ট আরিয়ান। সে বলে, আমি শহীদ মিনারে ছবি এঁকেছি, আমার মতো অনেকেই ছবি আঁকতে এসেছে। এখানে এসে আমার অনেক ভালো লেগেছে।
পথ বইমেলায় প্রথমবারের মতো এসেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া এলাকার মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, নিত্যদিনের আড্ডার জায়গায় কোনো বইমেলা বসতে পারে, যেখানে নাটোরকে বাংলা সাহিত্যে আলোকিত করা লেখক-কবি-সাহিত্যিকদের মিলনমেলা হবে তা কখনো কল্পনাও করিনি। মেলায় এসে জেলার অনেক লেখকের লেখা বই দেখলাম আবার অনেকের সঙ্গে পরিচিত হলাম।
বইমেলায় নিজের লেখা বই নিয়ে এসেছেন নাটোরের স্থানীয় লেখক বাকি বিল্লাহ। তিনি বলেন, আমি নিজস্ব পেশার কাজকর্ম শেষে সাহিত্য চর্চা করি। আমাদের মতো তরুণ লেখকদের বই বড় বড় বইমেলায় ওঠে না। কিন্তু পথ বইমেলা আমাদের সে সুযোগ করে দিয়েছে। এই মেলায় এসে পাঠকরা সরাসরি আমাদের বই কিনতে পারছে। আমরাও অনেকের সঙ্গে পরিচিত হতে পারছি। এমন আয়োজন লেখক-পাঠক তথা সাহিত্য অঙ্গনকে সমৃদ্ধ করবে বলে মনে করেন তিনি।
নাটোর আদালতের আইনজীবী অ্যাডভোকেট মালেক শেখ বলেন, পথ বইমেলার আয়োজন একটি ব্যতিক্রমী উদ্যোগ। স্থানীয় লেখকদের সৃষ্টিশীলতাকে সম্মান জানানোর এ আয়োজন নাটোরের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।
নাটোর পৌরসভার মেয়র ঊমা চৌধুরী জলি বলেন, এমন বই মেলার আয়োজনে বাংলা ভাষাভাষীরা বই পাঠে উদ্বুদ্ধ হবে। পথ বইমেলাকে অনুসরণ করে সারাদেশে পথে-প্রান্তরে তৃণমূলের মানুষের কাছে বই ছড়িয়ে যাবে। সেই সঙ্গে বই পাঠে সবাই মনোযোগী হবে।
পথ বইমেলা এসে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, পথ বইমেলাকে কেন্দ্র করে নাটোরে উৎসবের আমেজ বিরাজ করছে। সাধারণ পথচারীরা সড়ক দিয়ে যাওয়ার সময় একটি নাটোরের লেখকদের লেখা বই কিনে নিতে পারছে। মেলায় ছোট ছোট বাচ্চারা শহীদ মিনার, জাতীয় পতাকার ছবি আঁকছে, যা তাদের দেশপ্রেম জাগ্রত করবে। ব্যতিক্রমী এমন আয়োজন ধারাবাহিকভাবে করার জন্য আয়োজকদের সাধুবাদ জানান তিনি।
পথ বইমেলার আয়োজক নাটোরের স্থানীয় পত্রিকা দৈনিক প্রান্তজনের সম্পাদক সাজেদুর রহমান সেলিম ঢাকা পোস্টকে বলেন, নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলা এবং স্থানীয় লেখকদের পরিচিতি করিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘লেখক পাঠক বই, একত্রিত হই’ স্লোগানে পথ বইমেলার যাত্রা শুরু হয়। এবার ষষ্ঠবারের মতো আয়োজিত হয় বইমেলার। যেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের আগমন এবং লেখক পাঠকদের পদচারণায় পথ বইমেলা প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।
গোলাম রাব্বানী/আরএআর