শত্রুতা করে বিষাক্ত ইনজেকশন দিয়ে খামারির ৫ গরু হত্যা
শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, রাতের আঁধারে গাছ কেটে ফেলার কথা মাঝেমধ্যেই শোনা যায়। তবে এবার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে বেনাপোলে। সেখানে শত্রুতা করে ইনজেকশন দিয়ে এক খামারির পাঁচটি গরু হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের খোকন শেখের খামারের পাঁচটি উন্নতজাতের গরু বিষক্রিয়ায় মারা যায়। রোববার (১৮ এপ্রিল) রাতের কোনো একসময় গরুগুলোর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে দুর্বৃত্তরা।
গরুর মালিক খোকন শেখ জানান, ভারতীয় গরুর ব্যবসা করতেন তিনি। বর্তমানে ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় বাড়িতে গরুর খামার দিয়েছেন। স্বপ্ন দেখছিলেন, এই খামারে একদিন তার ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু শত্রুতা করে তার সে স্বপ্ন শেষ করে দেওয়া হয়েছে।
খোকন শেখ বলেন, গোয়ালে সুস্থ গরু রেখে রোববার রাতে ঘুমাতে যাই। সোমবার সকালে গোয়ালে গিয়ে দেখি গরুগুলো অসুস্থ। মুখ থেকে লালা বের হচ্ছে। কিছুক্ষণ পর তিনটি গরু ও দুটি বাছুর ছটফট করতে করতে মারা যায়। স্থানীয় চিকিৎসককে দেখানোর পর জানিয়েছেন ইনজেকশনের বিষক্রিয়ায় গরুগুলোর মৃত্যু হয়েছে।
খোকন শেখ আরও বলেন, এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কারা এমন কাজ করেছেন বলতে পারছি না। আমার সঙ্গে শত্রুতা করে এমনটি করা হয়েছে। খামারের আরও দুটি গরুকে ইনজেকশন দিয়েছে দুর্বৃত্তরা। যেকোনো সময় সে দুটি গরুও মারা যাবে। বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
খোকন শেখের প্রতিবেশী গরুর খামারি শরিফুল ইসলাম বলেন, এমন ঘটনা আগে কখনো দেখিনি। সুস্থ গরুগুলোকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। নিয়মিত এসব গরুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। একসঙ্গে সবগুলো গরু মারা যাওয়ার কথা নয়। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা বলেন, ভুক্তভোগী খামারি অভিযোগ দিয়ে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন। যারা শত্রুতা করে গরুগুলো হত্যা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খামারিকে পুলিশের কাছে অভিযোগ দিতে বলেছি।
এএম/জেএস