ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বর্ণা আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার পরে মোটরসাইকেলচালক যুবক মরদেহ রেখেই পালিয়ে যান।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বর্ণা ঢাকার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে। সে দোহার পদ্মা কলেজের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সোমবার সকালে শ্রীনগর-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেলে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিল স্বর্ণা। পথে কামারগাও এলাকায় একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজছাত্রী স্বর্ণা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্বর্ণার সহপাঠীরা জানান, মোটরসাইকেলচালক যুবকের সঙ্গে স্বর্ণার সখ্যতা ছিল। কিন্তু তারা ওই যুবকের নাম পরিচয় বলতে পারেননি। অজ্ঞাতনামা যুবক দুর্ঘটনার পরপরই মরদেহ ফেলে পালিয়ে যান।
শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়া যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ব.ম শামীম/এএএ