ইজতেমার মোনাজাতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় দুই মুসল্লি নিহত
গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশে নিতে অটোরিকশায় আসা দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালক, যাত্রী ও পথচারীসহ আহত হয়েছেন নয়জন।
রোববার (৪ ফেব্রুয়ারি) ইজতেমার আখেরি মোনাজাতের আগে সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর সিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোহেল মিয়া (৩৭) ও জনি মিয়া (১৮)। আহতরা হলেন- মো. ফিরোজ (৫০), মো. জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান, মো. বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। তবে তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর সিলমুন আকিজ কারখানার সামনে পুবাইল থেকে আসা টঙ্গীগামী একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক, অটোরিকশায় থাকায় ৮ যাত্রী ও দুই পথচারীসহ ১১ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলমুন স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চারজনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মারা যান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
শিহাব খান/এমজেইউ