কাজ শেষ করেও ২৮০০ শ্রমিকের মজুরি মেলেনি
জামালপুরের ইসলামপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ৪০ দিনের কাজ শেষ হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। এখনো কোনো শ্রমিক কাজের মজুরি পাননি। যদিও নিয়ম অনুযায়ী ২০ দিনের কাজ শেষ হলে শ্রমিকদের মজুরি পাওয়ার কথা। কিন্তু কাজ শেষ করেও মজুরি না পেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমিকরা।
ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হয় ৮ জানুয়ারি। এতে ২ হাজার ৮১৪ জন নিবন্ধিত শ্রমিক কাজ করেন। মজুরি হিসেবে সাধারণ শ্রমিকদের দৈনিক ৪০০ টাকা এবং সরদারদের ৪৫০ টাকা মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে পাওয়ার কথা।
শ্রমিক মনির হোসেন বলেন, কাজ শেষ হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে। আমরা হতদরিদ্র মানুষ। এখনো মজুরির টাকা পাইনি। কবে পাব সেটাও নিশ্চিত জানি না।
কর্মসূচিতে কাজ করা মো. ইব্রাহিম বলেন, আমরা গরীব মানুষ, দিনে আনে দিন খাই। এখনও টাকা না পেয়ে পরিবার নিয়ে অনেক কষ্টে আছি। এমনিতেই শীতের কারণে তেমন কাজ কাম নাই, তার উপর কাজ করেও টাকা পাচ্ছি না।
উপজেলার পাথশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, কাজ শেষ হয়েছে প্রায় ১৫ দিন আগে। শ্রমিকরা প্রতিদিনই টাকার জন্য আসছেন। বলতে পারছি না কবে নাগাদ পাবেন। শীতে পরিবার নিয়ে কষ্টে রয়েছেন তারা।
প্রকল্প তদারকির দায়িত্বে ছিলেন পিআইও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. নুরুনবী মোস্তফা চৌধুরী। তিনি বলেন, প্রথমে ২০ দিনের মজুরি দেওয়ার জন্য যথাসময়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে। কিন্তু সেখান থেকে এখনো শ্রমিকদের হিসাবে টাকা পাঠানো হয়নি।
এ বিষয়ে পিআইও মেহেদী হাসান টিটু বলেন, কয়েকদিনের মধ্যেই শ্রমিকরা তাদের মজুরির টাকা পেয়ে যাবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, কাজ শেষ হওয়ার পরেও কেন শ্রমিকরা টাকা পাচ্ছেন না, সেটা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
রকিব হাসান নয়ন/এএএ