এক বছরেও দুই বিষয়ে পাঠ্যবই হাতে পায়নি ১৩ শিক্ষার্থী
দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ১৩ শিক্ষার্থী এক বছরেও পায়নি দুই বিষয়ের পাঠ্যবই। গাইড বই কিনে পড়ালেখা করে মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়ে নবম থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে তারা।
উপজেলার দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দশম শ্রেণীর ১৩ শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র ও কৃষি শিক্ষা বই একবছর পেরিয়ে গেলেও হাতে পায়নি। এ
ডন চন্দ্র রায় নামে এক অভিভাবক বলেন, নবম থেকে দশম শ্রেণিতে শিক্ষার্থীরা উঠল কিন্তু আজ পর্যন্ত তারা বই দুইটা না পেল না। ১ বছর শিক্ষার্থীদের ক্ষতি হয়ে গেল। শিক্ষকদের এমন উদাসীনতা আসলেই মেনে নেওয়া যায় না।
দক্ষিণ গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায় মোবাইলে বলেন, স্কুলে বই নাই, নিতে হবে। গোডাউনে আছে মনে হয়, নতুন বই না থাকলে পুরাতন বই দিব।
বই ছাড়া কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা কিভাবে নিলেন এ বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
আরও পড়ুন
খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, এমনটা তো হওয়ার কথা নয়। এক বছরে তারা বই পাবে না এটা তো দুঃখজনক বিষয়। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত বই প্রদান করা হবে।
ইমরান আলী সোহাগ/এনএফ