ডুবে যাওয়া ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার
মানিকগঞ্জের পাটুরিয়ায় নোঙর করা অবস্থায় পদ্মায় ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি থেকে আরেকটি ট্রাক উদ্ধার করেছে জাহাজ হামজা। এ নিয়ে ডুবে যাওয়া ৯টি ট্রাকের মধ্যে চারটি উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে ডুবে যাওয়া (চুয়াডাঙ্গা-ঠ ১১-০৭৮০) নম্বরের ট্রাকটি উদ্ধার করা হয়।
এদিকে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার ও নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হামিদ ঢাকা পোস্টকে বলেন, ফায়ার সার্ভিসসহ নৌবাহিনী, বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্যরা ফেরি ও যানবাহনসহ নিখোঁজ হুমায়ুন কবীরকে উদ্ধারে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। উদ্ধার অভিযানে ঝিনাই-১ নামের আরও একটি বড় জাহাজ আসার কথা রয়েছে। জাহাজটি এলে ফেরি উদ্ধারের মূল কার্যক্রম শুরু করা যাবে।
প্রসঙ্গত, গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে নোঙর করা অবস্থায় পাটুরিয়া ফেরিঘাটের ৫নং ঘাট পন্টুনের অদূরে পদ্মা নদীতে ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। ডুবে যাওয়া ফেরি থেকে ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও ফেরির দ্বিতীয় ইঞ্জিনচালক হুমায়ুন কবীর এখনো নিখোঁজ রয়েছেন। তিন দফায় তিনটি উদ্ধারকারী জাহাজ হামজা, রুস্তম, প্রত্যয় এসেও ফেরি উদ্ধারে ব্যর্থ।
সোহেল হোসেন/এমজেইউ