হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আনোয়ারুল হক ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত বৃদ্ধা ফাতেমা বেগম হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের রুহুল্লাহর স্ত্রী।
স্থানীয়রা জানান, তীব্র ঠান্ডা থেকে বাঁচতে ফাতেমা বেগম বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে থাকা খড়ের গাদায় কয়েকজন মিলে আগুন পোহাতে বসেন। এ সময় অসাবধানতাবশত তার শাড়িতে আগুন লেগে যায়। এতে তার হাত-পা ও গলার বেশকিছু অংশ পুড়ে যায়। পরে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আনোয়ারুল হক বলেন, ফাতেমা বেগমকে হাসপাতালে নিয়ে আসার পরেই তাকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু রংপুরে নেওয়ার আগেই তিনি মারা যান।
নিয়াজ আহমেদ সিপন/এএএ