পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় ৩ তদন্ত কমিটি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ৯টি যানবাহনসহ ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় মানিকগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। দুটি তদন্ত কমিটিই পাঁচ সদস্য বিশিষ্ট করা হয়েছে। সাতদিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়াও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা জেসমীনকে প্রধান করে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিষয়টি মুঠোফোনে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার।
তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফেরিডুবির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আসলে ঘটনার আসল কারণ জানা যাবে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ফেরি ডুবে যাওয়ার ঘটনায় বিআইডব্লিউটিএ পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়াও বিআইডব্লিউটিসির পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পাটুরিয়া প্রান্তে পদ্মা নদীতে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায় নোঙর করা ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। হুমায়ূন কবীর নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক এখনো নিখোঁজ রয়েছেন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর