রাতের আঁধারে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদী থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করায় আবু কালাম (২৫) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি বেতাগী পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সোবাহানের ছেলে।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে বরগুনার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বেতাগী পৌরসভার কালীবাড়ি নামক এলাকায় বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ ঘটনা স্থলে উপস্থিত হয়ে আবু কালমকে বালু উত্তোলনের কাজে জড়িত থাকায় হাতেনাতে আটক করেন। এ ঘটনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবু কালমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, শহর রক্ষায় বেতাগী পৌরশহরের পাশে বিষখালী নদী থেকে বালু উত্তোলন ও উত্তোলনের ইজারা বন্ধ রয়েছে। তবে প্রশাসনের এ আদেশ অমান্য করে রাতের আঁধারে বালু উত্তোলন করছিলেন আবু কালাম। পরে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমএসএ