খেলার মাঠের মতোই রাজনীতিতেও অলরাউন্ডার হবে সাকিব, আশা স্থানীয়দের
খেলার মাঠের মতো মাগুরায় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু ক্রিকেটার সাকিব আল হাসান। খেলার মাঠে নিজের সেরাটা দিচ্ছেন। এবার রাজনীতির মাঠেও সেরাটাই দেবেন, সেই প্রত্যাশা মাগুরার মানুষের। শুনবেন সাধারণ মানুষের মনের কথা, কাজ করবেন মাগুরার উন্নয়নে। খেলার মাঠের মতোই রাজনীতি ও মাগুরার উন্নয়নে অলরাউন্ডার হবে সাকিব। বলছেন মাগুরার সাধারণ খেটে খাওয়া মানুষেরা।
বিজ্ঞাপন
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ (সদর উপজেলা আংশিক-শ্রীপুর) আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ক্রিকেটার সাকব আল হাসান। খেলার মাঠে তার দক্ষতা, অভিজ্ঞতা ও ত্যাগ যেভাবে কাজে লাগিয়েছেন, রাজনীতির মাঠেও তেমনটাই করবেন আশা জনগনের।
মাগুরা হাজরাপুরের বাসিন্দা সৈয়দ সাইফুল ইসলাম ফোরকান বলেন, আমরা সাকিব আল হাসানকে ক্রিকেটের মাধ্যমে চিনি। উনি যেমন ক্রিকেটে অলরাউন্ডার, রাজনীতির মাঠে মাগুরা জেলায় অলরাউন্ডার থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। গরিব মানুষের সুখে দুঃখে উনি পাশে থাকবেন, রাস্তাঘাট সবকিছুর উন্নয়ন করবে এটাই আমাদের প্রত্যাশা।
বিজ্ঞাপন
হাজরাপুর আবাসনের বাসিন্দা মো. রানা মোল্লা বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের একজন অলরাউন্ডার প্লেয়ার। তাকে বাংলাদেশের সবাই চেনে। সে (সাকিব) এবার এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন, আমাদের এই গ্রামের উন্নয়ন যাতে হয় তার কাছে সেই প্রত্যাশা দাবি করি। সাকিব বলেছিলেন মাঠে এসে আমি নির্বাচনে যদি জয়যুক্ত হই আমাদের এখানের উন্নয়ন করবেন। আজরাপুর আবাসনের ঘরের টিন নষ্ট হয়েছে, তা দেখে গেছেন। তিনি বলেছেন যে নির্বাচনে বিজয়ী হওয়ার পর এগুলো ঠিক করে দিবেন।
রানা মোল্লা আরও বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের অলরাউন্ডার ছিলেন, সে নির্বাচিত হয়েছেন, এখানেও অলরাউন্ডার হবে সেই প্রত্যাশা আমাদের।
বিজ্ঞাপন
আবাসনের বাসিন্দা আলেয়া বলেন, সাকিব অলরাউন্ডার, তাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। যাতে সে আমাদের সুখ-দুঃখের সাথী হয়। আবাসনে থাকার তেমন কোনো পরিবেশ নেই। তিনি যদি আমাদের থাকার মতো একটা পরিবেশ করে দেন এছাড়া আমাদের তেমন কোনো চাওয়া-পাওয়া নেই।
চা বিক্রেতা আব্দুল হালিম বলেন, সাকিব ভাই এমপি হয়েছেন এটি আমার কাছে ভালো লাগছে, আবার খেলোয়ার হিসেবে সারা বিশ্বে অলরাউন্ডার, এটি বাংলাদেশের একটা গর্ব। সে নাম ফুটিয়েছেন এটাই তো আমাদের গর্ব, তার নাম মানে আমাদেরই নাম। সে ব্যক্তি হিসেবে ভালো, আমাদেরকে বলেছিলেন নির্বাচিত হওয়ার পরে আমি গরিবদের প্রতি খেয়াল রাখব।
তিনি বলেন, নির্বাচিত করলাম, ভোট দিলাম, তার কাছে চাওয়া পাওয়া তো আছেই। সে আমাদের কথা শুনেছেন নির্বাচিত হওয়ার পর চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন।
হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঢাকা পোস্টকে বলেন, সারাদেশের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের কাজ হচ্ছে। মাগুরাতে যিনি ছিলেন অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর তিনি যথেষ্ঠ উন্নয়ন করেছেন। সাকিব আল হাসান সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, মাগুরার উন্নয়নে যতটুকু কাজ বাকি আছে তা উনি সম্পন্ন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিবকে নৌকা প্রতীক দিয়ে মাগুরাতে পাঠিয়েছেন। অবশ্যই উনি মাগুরার মানুষের সেই প্রত্যাশা পূরণ করবেন।
মোহাম্মদ মিলন/এ্যান্টনি দাস অপু/আরকে