নীলফামারীতে একদিনে দুই মরদেহ উদ্ধার
নীলফামারীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলায় এসব মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ উপজেলার ইসমাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে জয়নাল হোসেন(৩৫) ও নীলফামারী সদরের রামনগর ডাঙ্গা পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ওসমান গনি রিপন(১৭)।
আরও পড়ুন
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জয়নাল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে ঔষধ মনে করে কীটনাশক পান করে ফেলে। এরপর যন্ত্রণায় চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিন নীলফামারী জেলা শহরের মায়ার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ওসমান গনি রিপন(১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা যায়, বাইসাইকেল যোগে খালুর বাসা থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ঢাকা পোস্টকে বলেন, কীটনাশক পানের বিষয়টি শুনেছি। চিকিৎসার জন্য আহতকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে মারা গেছে এটা জানতাম না।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাটক ট্রাক ও ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শরিফুল ইসলাম/এমজে