বিষ দিয়ে পাখি হত্যাকারী শাহজাহানকে জরিমানা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে জমির ফসল বাঁচাতে গম ও ধানের সঙ্গে বিষ মিশিয়ে দেশি-বিদেশি অতিথি পাখিসহ দুই শতাধিক পাখি নিধন করে জমির চারপাশে সুতা দিয়ে বেঁধে রাখায় সাবেক ইউপি সদস্য শাহজাহান মাদবরকে (৫৫) দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
শাহজাহান মাদবর ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামের খনার পাড় নামক ফসলি জমির মাঠে পাখি হত্যা করেন শাহজাহান মাদবর। পাখি হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যান ভ্রাম্যমাণ আদালত। কৃষি জমিতে বিষ দিয়ে পাখি হত্যা করায় শাজাহান মাদবরকে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ এর ৬ (১) (ক) অনুচ্ছেদ লঙ্ঘনের অপরাধে ২৬ অনুচ্ছেদ অনুসারে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতে এমন কাজ আর করবেনা মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত ঢাকা পোস্টকে বলেন, পাখি হত্যা করা হয়েছে সকালে। আমরা খবর পেয়েছি দুপুরে। শাহজাহান মাদবর পাখি হত্যার বিষয়টি অস্বীকার করেছেন। পরে স্থানীয়দের ভাষ্য ও একটি ভিডিও চিত্রে দেখা যায় ১০ থেকে ১৫টি পাখি হত্যা করা হয়েছে। বন্য প্রাণী হত্যা আইনে সর্বোচ্চ অর্থদণ্ড ২ হাজার টাকা জরিমানা। এছাড়াও কারাদণ্ডের বিধান থাকলেও শাহজাহান মাদবরের বয়স বিবেচনা ও ফের পাখি হত্যা করবে না মর্মে মুচলেকা দেওয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হয়নি। পাখিসহ যে কোনো বন্য প্রাণী হত্যা করলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ঘুঘু, শালিক, বক, চড়ুইসহ হাজার হাজার বিদেশি অতিথি পাখি খাবারের সন্ধানে মধ্য সিড্যা গ্রামের খনার পাড় নামক ফসলি জমির মাঠে আসতো। দেশি-বিদেশি এসব পাখির কলকাকলিতে মুখর থাকতো পুরো ফসলি মাঠ। পাখিরা শাহজাহান মাদবরের ফসলি জমির ফসল খাওয়ায় তিনি জমিতে বিষ প্রয়োগ করেন। তার দেওয়া বিষে দুই শতাধিক পাখি মারা যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমারত হোসেনসহ অন্যারা উপস্থিত ছিলেন।
সাইফ রুদাদ/আরএআর