আব্দুস সালাম পরিকল্পনামন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত নান্দাইলবাসী
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম এর আগেও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এবারই প্রথম মন্ত্রী হওয়ার সুযোগ পেলেন। এতে এ আসনে মন্ত্রী বা প্রতিমন্ত্রী দেখার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো নান্দাইলবাসীর। যারপরনাই উচ্ছ্বসিত নান্দাইল তথা ময়মনসিংহের নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ।
আব্দুস সালামের পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার খবর শুনে দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ, আতশবাজি ও আনন্দ মিছিল করেছেন নান্দাইলে। সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, আমাদের নেতাকে মন্ত্রিত্ব দেওয়ায় নান্দাইলের সর্বস্তরের জনগণের মধ্যে এখন আনন্দের বন্যা বইছে। আমাদের দীর্ঘ দিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
উপজেলার চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভুইয়া বলেন, নান্দাইলবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে। স্মার্ট বাংলাদেশ গঠনে নান্দাইল তথা বাংলাদেশের উন্নয়ন এবার বহুধাপ এগিয়ে যাবে।
প্রবীণ শিক্ষক আলী আফজাল খান বলেন, আব্দুস সালাম মন্ত্রী হচ্ছেন, একথা শোনার পর আমার ঈদের মতো লাগছে। কারণ তিনি একজন ভালো মনের মানুষ। নান্দাইলবাসী যোগ্য নেতা নির্বাচিত করার ফলসরূপ প্রধানমন্ত্রীর এ উপহারে আমরা নান্দাইলবাসী খুবই গর্বিত।
আব্দুস সালাম ২৮ ফেব্রুয়ারি ১৯৪২ সালে ময়মনসিংহের নান্দাঈল উপজেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ১৯৯৬ ও ২০০৮ সালে জাতীয় সংসদে সদস্য ছিলেন। এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, যোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। পাবলিক অ্যাকাউন্ট সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়াও ব্রাজিলের রাষ্ট্রদূতও ছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা।
উবায়দুল হক/আরএআর