গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের উত্তর পাশে কাটাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে এক নারী রেলসড়ক ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেন অতিক্রম করে। এরপর সেই নারীর মরদেহ রেললাইনে পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি শ্রীপুর রেলস্টেশন মাস্টারকে জানানো হয়। তবে সেই নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর স্টেশনের উত্তর পাশে কাটাপুল এলাকা থেকে সেই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
শিহাব খান/এএএ