নাটোরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
নাটোরে গরিব ও দুস্থ ৪০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী।
বুধবার (১০ জানুয়ারি) সকালে জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দরিদ্র মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রশিদুল ইসলাম ও ১৭ ইস্ট রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমদ সাদী।
সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন স্থানীয় জনসাধারণ।
গোলাম রাব্বানী/এমজেইউ