নদীতে ভাসতে থাকা আহত হরিণ উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে ভাসতে থাকা একটি আহত হরিণ উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ডের সদস্যরা। পরে হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন তারা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন বিষখালী নদী থেকে হরিণটিকে উদ্ধার করা হয়। পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কর্মকর্তা লেফট্যানেন্ট শাকিব মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে বিষখালী নদীতে টহলরত ছিলেন কোস্টগার্ড সদস্যরা। এসময় হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন এলাকায় পৌঁছালে হরিণটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে নদী থেকে আহত অবস্থায় হরিণটিকে জীবিত উদ্ধার করে পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করেন তারা।
পাথরঘাটা বনবিভাগের কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া হরিণটি কোনো হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হয়েছে। পরে বাঁচতে নদীতে ঝাঁপ দেয়।
এ বিষয়ে পাথরঘাটা প্রাণীসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, বন বিভাগের লোকজন সন্ধ্যার দিকে আহত অবস্থায় হরিণটিকে নিয়ে আসেন। পরে হরিণটিকে সুস্থ করতে শরীরের বিভিন্ন ক্ষতস্থানে ২০টি সেলাই দেওয়া হয়েছে। হরিণটিকে সুস্থ করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে।
আরকে