টানা চতুর্থবারের মতো এমপি হলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
নূরুল ইসলাম সুজন নৌকা প্রতীকে ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন লাঙল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।
তিনি এই আসনে পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে চারবার নির্বাচিত হলেন। এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি রেলমন্ত্রীর দায়িত্ব পান।
পঞ্চগড়-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন। মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ২৪০টি। ভোট বাতিল হয়েছে ৯ হাজার ১০টি। ভোট প্রদানের হাড় ৫৩ দশমিক ১৫ শতাংশ।
এসকে দোয়েল/এএএ