নওগাঁর ৩টি আসনে নতুন মুখ, ২টিতে বহাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৫টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে নতুন মুখ ও ২টি পুরোনো বহাল রয়েছেন।
রোববার (০৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট একটানা চলে ভোটগ্রহণ। এরপরই ৬৫০টি কেন্দ্রের প্রত্যেকেটিতে সন্ধ্যা পর্যন্ত চলে ভোট গণনা। গনণা শেষে সেখানকার প্রাপ্ত ফলাফল সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে দাখিল করেছেন নির্বাচনকালীন দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা। সেই ফলাফলের হিসাব-নিকাশ শেষে রাত ৯টার দিকে ৩টি আসনে নৌকা এবং ২টি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা।
নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে ১৬৫টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৮৬ হাজার ৯০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান (তোতা) পেয়েছেন ৭৬ হাজার ৭২৯ ভোট।
নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনে ১৪১টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৩৮ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার পেয়েছেন ৬০ হাজার ৫১ ভোট।
নওগাঁ-৪ (মান্দা) আসনে ১১৭টি কেন্দ্রের ফলাফলে ৮৫ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ব্রহানী সুলতান মামুদ (গামা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ মোর্শেদ পেয়েছেন ৬২ হাজার ১৩২ ভোট।
নওগাঁ-৫ (সদর) আসনে ১১৩টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৪ হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন জলিল (জন)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ পেয়েছেন ৫২ হাজার ৮৮৪ ভোট।
নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে ১১৪টি কেন্দ্রের ফলাফলে ৭৬ হাজার ৭১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল পেয়েছেন ৬৯ হাজার ৯৭১ ভোট।
নওগাঁ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-১ আসনে ৬১ দশমিক ৬০ শতাংশ, নওগাঁ-৩ আসনে ৫৫ দশমিক ৭৬ শতাংশ, নওগাঁ-৪ আসনে ৫১ দশমিক শূন্য ১ শতাংশ, নওগাঁ-৫ আসনে ৪৮ শতাংশ এবং নওগাঁ-৬ আসনে ৪৬ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছে।
রুমন/এসএম