চুয়াডাঙ্গায় দুটি আসনেই নৌকার জয়
দ্বাদশ সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন টানা চতুর্থবারের মতো ও চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলী আজগর টগরও টানা চতুর্থবারের মতো বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাত ১১টায় নিজ কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা।
চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা পেয়েছেন ৭২ হাজার ৭৬৮ ভোট, ফ্রিজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা উপ-কমিটির সদস্য ও মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খান পেয়েছেন ৫৯ হাজার ১৮০ ভোট, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম শহিদুর রহমান পেয়েছেন ৯৫৮ ভোট, আম প্রতীকের ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মো. ইদ্রিস চৌধুরী পেয়েছেন ৫৪০ ভোট, লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন (নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন) পেয়েছেন ৫৭১ ভোট।
আরও পড়ুন
চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলি আজগর টগর পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য হাশেম রেজা পেয়েছেন ৬০ হাজার ৮৩৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী ঢেঁকি প্রতীকের সাবেক ছাত্রলীগ নেতা মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু পেয়েছেন ২৯ হাজার ৭৫১ ভোট। ফ্রীজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল মল্লিক পেয়েছেন ৮২৯ ভোট। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নূর হাকিম পেয়েছেন ২ হাজার ৬৫১ ভোট। মশাল প্রতীকের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ (নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন) পেয়েছেন ২১১ ভোট। জাকের পার্টির মনোনীত প্রার্থী গোলাপ ফুল প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ খান পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট। আম প্রতীকের ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মো. ইদ্রিস চৌধুরী পেয়েছেন ৪৩০ ভোট।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮১ টি।
চুয়াডাঙ্গা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৩ টি।
আফজালুল হক/পিএইচ