খুলনা-৬ আসনে নৌকার রশিদুজ্জামান জয়ী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. রশিদুজ্জামান। তিনি এক লাখ ৩ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বিজ্ঞাপন
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের জি এম মাহবুবুল আলম পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
খুলনা-৬ আসনে মোট ভোটার চার লাখ ৫ হাজার ৩৮২ জন।
বিজ্ঞাপন
সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ। ইতোমধ্যে অনেক আসনের ফল আসতে শুরু করেছে।
এসএসএইচ