নির্বাচন বর্জন করলেন হিরো আলম
নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তার অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সেখানে লেখা হয় ‘বিভিন্ন অনিয়মের কারণে হিরো আলম এই নির্বাচন বর্জন করলেন।’
হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ নির্বাচন বর্জনের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
পরে হিরো আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আজকে সারা দিন বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি। প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটের কারচুপি হয়েছে। তাই আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
বগুড়া-৪ আসনে নৌকার প্রার্থীসহ ৬ জন ভোটের মাঠে লড়ছেন। এই আসনের ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ জন। মোট কেন্দ্র ১১৪ টি।
গত বছর বগুড়ার-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হিরো আলম। তবে দুটি আসনেই পরাজিত হন তিনি। পরবর্তীতে ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনেও অংশ নিয়ে পরাজিত হন তিনি, হারান জামানত।
এর আগে ২০১৮ সালের নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের অভিযোগ তুলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
আসাফ-উদ-দৌলা নিওন/এমজেইউ