ঈগলের সমর্থক ইউপি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে ৫ রাউন্ড গুলি
নরসিংদীর মনোহরদীতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় চন্দনবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হিরনকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে নরসিংদী-৪ আসনের নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপির ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদির বিরুদ্ধে ।
শনিবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ হিরনের বাড়ি সংলগ্ন ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে। গুলির শব্দে মানুষ ছত্রভঙ্গ হয়ে পড়লে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে পালিয়ে যায় তারা।
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু বলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ হিরনকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়ে এবং আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে।
সাইফুল ইসলাম খান বীরুর ভাতিজা ঢাকা পোস্টকে বলেন, সাদীসহ তার সন্ত্রাসী বাহিনী ঈগলের নির্বাচনী বিভিন্ন ক্যাম্পে জাকির আকন্দ ও আব্দুর রউফ হিরনকে উদ্দেশ্য করে সরাসরি ফায়ার করছে। চালাকচর ইউনিয়নের কয়েকজন কর্মীকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ছাড়া আমাদের বিভিন্ন ক্যাম্পের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে। যখন চন্দনবাড়ী ইউপি চেয়ারম্যানকে উদ্দেশ্য করে গুলি করা হয় তখন তিনি পুকুরে লাফ দিয়ে নিজের জীবন বাঁচিয়েছেন।
নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, অন্ধকারের মধ্যে কে বা কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত নয়। আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তন্ময় সাহা/এএএ