স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে আটক ১
নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করার অভিযোগে খলিল মিয়া নামে একজনকে আটক করেছে স্থানীয়রা। আটক খলিল মিয়া ওই এলাকার জয়নাল মিয়ার ছেলে।
শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের মাটিয়ালপাড়ায় এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর পক্ষে তিনি টাকা বিলি করছিলেন বলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক খলিলকে ৭ দিনের কারাদণ্ড দেন।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় স্থানীয় ভোটারদের মাঝে স্বতন্ত্র প্রার্থীর হয়ে টাকা বিতরণের সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসাবাদে সে নিজেই বিষয়টি স্বীকার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোটারদের টাকা বিতরণের সময় মোবাইল কোর্টের মাধ্যমে খলিল নামে একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। রোববার তাকে জেল হাজতে পাঠানো হবে।
তন্ময় সাহা/পিএইচ