ভোটের দিন কাঁদার চেয়ে আগের দিন সরে যাওয়া ভালো : জাপা প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের দাপটে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে না- এমন অভিযোগ করেন তিনি।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। পরে ঢাকা পোস্টকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন।
আহমেদ রিয়াজ উদ্দিন বলেন, ভোটের পরিবেশ এতদিন ভালো ছিল। কিন্তু এখন সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের প্রার্থী মো. শাহাব উদ্দিন প্রত্যেক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারি এবং চেয়ারম্যান-মেম্বারকে ডেকে বলেছেন যার যার সেন্টার থেকে তাকে পাস করিয়ে দিতে হবে। এই তথ্যও আমার কাছে আছে। হঠাৎ করে তারা প্ল্যান পাল্টিয়েছে। তাহলে আমি কেন পাল্টাব না? ভোটের দিন দুপুরে কাঁদার চেয়ে, আগের দিন সরে যাওয়া ভালো।
কারও পক্ষ থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি। এমনকি প্রশাসনের ওপর আমার কোনো ধরনের অভিযোগ নেই।
জাপার এই প্রার্থী বলেন, আমি জনগণের ভোট রক্ষা করতে গেলে আমার যারা সমর্থক এজেন্ট হবে তারা নিরাপদ থাকতে পারবে না। তাই আমি চাই না আমাকে যারা সমর্থন করে, ভালোবাসে তারা মামলা কিংবা হয়রানির শিকার হোক। তাই আমি এই নির্বাচন থেকে আমি সরে গেলাম। আগামীকাল ৭ জানুয়ারি লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য আপনারা কেউ আসবেন না। আমার এমপি হওয়ার চেয়ে মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া বেশি জরুরি।
ওমর ফারুক নাঈম/এমজেইউ