ভোলার চরাঞ্চলে যাচ্ছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম
ভোলার দুর্গম চরাঞ্চলের ২৬টি কেন্দ্রে এক দিন আগেই স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। এ ছাড়া অন্যান্য কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল চন্দ্র শীল অন্য কেন্দ্রগুলোর সঙ্গে দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন। এসব এলাকায় ব্যালট পেপার পৌঁছানোর পর থেকে নির্বাচন শুরুর আগ পর্যন্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারায় থাকবেন।
ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফুরজ্জামান বলেন, ভোলার চারটি সংসদীয় আসনে ছয় স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ২৬ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় টহল প্রদান করছেন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দুইজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য থাকবে। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের সংখ্যা তিনজন করে দেওয়া হয়েছে। এ ছাড়া ভোটার যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও নৌবাহিনী মাঠে টহল রদবে। সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণও মাঠে থাকবেন।
জেলা প্রশাসক আরও বলেন, জেলার চারটি সংসদীয় আসনে ৫২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। যার মধ্যে বিচ্ছিন্ন এলাকার ২৬টি ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও রয়েছে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ভোলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৭৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭৬ হাজার ১৮ জন এবং নারী ভোটার ৭ লাখ ৪৬ হাজার ১২০ জন। এই চারটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী ১০টি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমজেইউ