টাঙ্গাইলে ভোটকেন্দ্রের পাশে পরিত্যক্ত ঘরে আগুন

টাঙ্গাইলে ভোটকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। নাশকতা করতে ওই ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের।
বিজ্ঞাপন
শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ঘরের একটি দরজা পুরোপুরি ও অপরটির দরজা আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ের নাইট গার্ড অগ্নিসংযোগের খবর দিলে বিদ্যালয়ে এসে দেখতে পান বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের দুইটি দরজায় অগ্নিসংযোগে করা হয়েছে।
কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম জানান, স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে কারা অগ্নিসংযোগ করেছে তা এখনো জানা যায়নি।
অভিজিৎ ঘোষ/আরকে