বগুড়ায় বিএনপির নির্বাচন বিরোধী মিছিলে পুলিশের গুলি
বগুড়ার গাবতলীতে বিএনপির নির্বাচন বিরোধী মশাল মিছিলে গুলি করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বিএনপির লোকজন ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে এক মশাল মিছিল বের করেন। সেই মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির লোকজন পুলিশের ওপর হামলা করেন। তখন হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ চার রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এরপর মিছিলকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
এর আগে সকালে গাবতলী উপজেলার আদবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুইটি ককটেল উদ্ধার করে পুলিশ।
ওসি আবুল কালাম আজাদ বলেন, এসব ঘটনায় কেউ আটক হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে। দুটি ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আসাফ-উদ-দৌলা নিওন/এএএ