মাগুরায় ৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৬ স্তরের নিরাপত্তা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি সংসদীয় আসনে ভোটকেন্দ্র রয়েছে ২৯৫টি। যার মধ্যে ৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার আরও জানান, নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। এ জন্য ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম ও সম্পূর্ণভাবে প্রস্তুত। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৫ হাজার ৬৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরার দুটি সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে মাগুরায়-১ আসনে পাঁচ জন ও মাগুরা-২ আসনে ছয় জন।
জেলার দুইটি আসনে ভোটার সংখ্যা রয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৯২০ জন। যার মধ্যে মাগুরা-১ আসনে ৪ লাখ ৪৮৫ ও মাগুরা-২ আসনে ৩ লাখ ৮৭ হাজার ৪৩৫ জন।
মোহাম্মদ মিলন/এএএ