কেউ টাকা দিলে নিয়েন, কিন্তু ভোটটা লাঙ্গলে দিয়েন : জাপা প্রার্থী
নারায়ণগঞ্জ-২ (আড়াই হাজার) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর সিকদার লোটন ভোটারদের উদ্দেশে বলেছেন, কেউ যদি আপনাদের টাকা দেয় তাহলে নিয়েন, কিন্তু ভোটটা লাঙ্গলে দিয়েন।
তিনি বলেন, আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি। আমি বঙ্গবন্ধুকে জাতির পিতা মানি, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকার করি। আমি জাতীয় পার্টি করি। আওয়ামী লীগের সমর্থিত দল হিসেবে আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছি। তার মানে এই না যে আমরা আওয়ামী লীগের মাঝে বিলীন হয়ে গেছি।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার রামচন্দ্রীতে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
আলমগীর সিকদার লোটন বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে যেসব বিএনপির যারা জেলে আছেন, আমি নিজে তাদের জেল থেকে বের করে আনব। মামলা দেয় ভীতু লোকেরা। বাবুর নাম শুনলে লোকজন গর্তে পালায়। আমি দেখে একা একা হাসি। কীসের মাতবরি করলাম। যদি কাউকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করা হয় তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুর কথা উল্লেখ করে জাপার এই প্রার্থী বলেন, ‘আমেরিকাতে এমপি বাবুর কতগুলো বাড়ি আছে আপনারা খবর নিন। ২০০৮ সালের নির্বাচনের সময় তার কাছে ৮ লাখ টাকা ছিল, এবার দুদক তার ৫৫২ কোটি টাকার সম্পদ খুঁজে পেয়েছে। এই টাকা আপনার-আমার টাকা। শুনতে পাচ্ছি, ভোটের দিন নাকি আমাদের বাধা দেওয়া হবে। আপনারা তাকে (এমপি বাবুকে) জানিয়ে দিয়েন, আমাদের ১০টি ইট মারলে আমরা ১২টি ইট মারব।
এসময় জাতীয় পার্টির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জাপা প্রার্থী লোটন দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
শিপন সিকদার/এমএ