স্বতন্ত্রদের ইবলিশ-ইডিয়েট-মোনাফেক বলায় শম্ভুকে ফের নোটিশ
স্বতন্ত্র প্রার্থীদের ইবলিশ, ইডিয়েট এবং মোনাফেক বলায় ফের বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরগুনার যুগ্ম জেলা ও দায়রা জজ আহমদ সাঈদ কারণ দর্শানোর এ নোটিশ দেন।
আরও পড়ুন
নোটিশে উল্লেখ করা হয়, ‘স্বতন্ত্র প্রার্থীদের ইবলিশ, ইডিয়েট ও মোনাফেক বললেন শম্ভু— শীর্ষক একটি প্রতিবেদন দৈনিক যুগান্তর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়। এতে বলা হয়- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরগুনা-১ আসনের তালতলী উপজেলার করইবাড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীকের জনসভায় প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু স্বতন্ত্র প্রার্থীদের সমালোচনা করে ইবলিশ, ইডিয়েট ও মোনাফেক বলে মন্তব্য করেন।’
জনসভায় শম্ভু আরও বলেন, ‘যারা বলে উন্নয়ন হয়নি তারা ইডিয়েট, সব মোনাফেকি কথা ইবলিশের কথা। ইবলিশ শব্দটি হলো আল্লাহর কথা আর আমাদের ভাষায় হলো শয়তান। আমি আল্লাহর ভাষায় তাদের ইবলিশ বলব। এই ইবলিশদের বিচার হবে ইনশাআল্লাহ। ভোট কি চাইলেই দিয়ে দেবে? আমার আমলে এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। অনেক রাস্তাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, ফায়ার সার্ভিস স্টেশন, পশু হাসপাতাল ও সাব রেজিস্ট্রি অফিস নির্মাণ করা হয়েছে। গ্রামীণ রাস্তাঘাটের জন্য আমি সাড়ে ৭০০ কোটি টাকা বরাদ্দ করেছি। কে বলেছে উন্নয়ন হয়নি, যারা বলেছে উন্নয়ন হয়নি তারা ইবলিশ (শয়তান)।’
নোটিশে আরো উল্লেখ করা হয়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর বিধিমালা ২০৮ এর ১১ (ক) বিধি লঙ্ঘন করার অভিযোগ পাওয়া যায়। এমতাবস্থায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শম্ভু নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে নোটিশের জবাব দাখিল করতে বলা হয়েছে।’
এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বলেন, ‘বরগুনা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে শোকজ করে একটি নোটিশ দিয়েছে। সন্ধ্যায় কারণ দর্শানোর ওই নোটিশ পেয়ে পরবর্তী প্রক্রিয়া আমরা সম্পাদন করেছি।’
মো. আব্দুল আলীম/এমজে