বাবার প্রতীক সোনালী আঁশ, ছেলে চাচ্ছেন নৌকায় ভোট
বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিভিন্ন দলের প্রার্থীসহ কর্মী-সমর্থকরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে এ আসনে ভিন্ন এক চিত্র দেখা গেছে। নির্বাচনে বাবা প্রার্থী হলেও ছেলে অন্য প্রার্থীর জন্য প্রচারণা চালাচ্ছেন।
বরগুনার এই আসনটিতে বিভিন্ন দলের মনোনীত ৬ জন প্রার্থীসহ মোট প্রার্থী ১০ জন। এদের মধ্যে সোনালী আঁশ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. ইউনুস সোহাগ। সকল প্রার্থীদের প্রচার-প্রচারণার পাশাপাশি এ আসনে ভোটারদের চোখে পড়ছে ইউনুস সোহাগের নির্বাচনী প্রচারণাও। তবে তার বড় ছেলে আতিকুর রহমান ইশতি সোনালী আঁশ প্রতীকে ভোট না চেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন। এতে এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
দেখা গেছে, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মো. ইউনুস সোহাগের ছেলে আতিকুর রহমান ইশতি তার ফেসবুকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে ভোট চেয়ে পোস্ট করেছেন।
এ বিষয়ে আতিকুর রহমান ইশতি ঢাকা পোস্টকে বলেন, আমার বাবা সংসদ নির্বাচনে প্রার্থী হলেও আমি আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। আওয়ামী লীগ ব্যতীত অন্য কারও পক্ষে আমি কাজ করতে পারব না। এ কারণেই সংসদ নির্বাচনে বাবার পক্ষে না থেকে নৌকা প্রতীকে কাজ করছি।
এ বিষয়ে ঢাকা পোস্টকে বরগুনা-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মো. ইউনুস সোহাগ বলেন, আমার ছেলে আমার পক্ষে না থেকে নৌকা প্রতীকে ভোট চাচ্ছে। শুধু ফেসবুকে পোস্ট নয় নৌকা প্রতীকের মিছিল থেকে শুরু করে পথসভায়ও যাচ্ছে ইশতি। এ বিষয়টিতে আমি বিব্রত ও লজ্জিত।
এমজেইউ