দুই হাতে পিস্তল নিয়ে নৌকার মিছিলে অংশ নেওয়া সেই যুবক গ্রেপ্তার
ময়মনসিংহ-৯ আসনে দুই হাতে দুই পিস্তল (আগ্নেয়াস্ত্র) নিয়ে মিছিলে অংশ নেন এক যুবক। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের এক মিছিলে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।
জানা গেছে, অস্ত্রধারী ওই যুবকের নাম মো. ওয়াহিদুজ্জামান তানভীর (২২)। তিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান আলীর ছেলে।
বিষয়টি জানাজানির পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৯ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুস সালামের সমর্থক ওই যুবক। বুধবার সন্ধ্যায় প্রতিদিনের মতো লোকজন নিয়ে নির্বাচনী ক্যাম্পের দিকে যায় একদল যুবক। যাদের মধ্যে সামনেই ছিলেন তানভীর। সে সময় তার দুই হাতে দুটো অস্ত্র দেখা যায়। যা তিনি বারবার উঁচিয়ে ধরছিলেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলেও জানান এলাকাবাসী।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর ওই আসনে নৌকার টিকেট পান আব্দুস সালাম। তবে ঋণখেলাপির অভিযোগ এনে সালামের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। আপিলের শুনানিতে সালামের প্রার্থিতা বাতিলও করেছিল নির্বাচন কমিশন। তবে প্রার্থিতা ফিরে পেতে পরে উচ্চ আদালতে আবেদন করেন তিনি। ওই আবেদনের শুনানিতে আবারও প্রার্থিতা ফিরে পান আব্দুস সালাম। তিনি ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন।
উবায়দুল হক/আরকে