জামালপুরে নৌকার প্রচারণা কেন্দ্র ভাঙচুর, আহত ৪
জামালপুরের সদর উপজেলার শাহবাজপুর এলাকায় নৌকায় প্রচারণা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নৌকা প্রতীকের সমর্থক আহত হয়েছেন।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ৩টার দিকে শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কৈডোলা হক দাখিল মাদ্রাসাসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকার আহত ৪ কর্মী-সমর্থককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।
আহতরা হলেন- নিয়ামত আলী (৭০), মো. জাকির হোসেন ওরফে ফকির (৪০) মাসুদ রানা (২৭) ও মারুফ হোসেন (২২)।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নৌকার প্রচার মিছিল শেষে হক দাখিল মাদ্রাসা প্রচারকেন্দ্রে যান নৌকার কর্মী-সমর্থকরা। এসময় ঈগল প্রতীকের কর্মী-সমর্থক সাইফুল ইসলাম ১০/১২ জনকে নিয়ে নৌকার প্রচারকেন্দ্র ভাঙচুর করেন। তাদেরকে বাধা দিতে গেলে নৌকার কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়। এসময় ৪ জন আহত হন। গুরুতর আহত ৪ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, শাহবাজপুরের ওই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রকিব হাসান নয়ন/পিএইচ