৭ জানুয়ারি দেশে ভোট বিপ্লব ঘটবে : আলাউদ্দিন নাসিম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, ৭ জানুয়ারি দেশে ভোট বিপ্লব ঘটবে। ১৯৭১ সালের ন্যায় সেই অপশক্তি এই নির্বাচন বানচাল করতে চক্রান্ত করছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট পরিকল্পনার কারণে ৭ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে আরও উচ্চতায় পৌঁছাবে।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ও পাঠাননগর ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
আলাউদ্দিন নাসিম বলেন, শেখ হাসিনা সরকার পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের অর্থনীতি অনন্য উচ্চতায় পৌঁছবে। দেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে পারবে।
নির্বাচন বর্জন করে কোনো কিছু অর্জন হবে না উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির দিক বিবেচনা করে দলমত নির্বিশেষে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে।
নির্বাচনে জয়ী হলে সর্বস্তরের মানুষের জন্য কাজ করবেন এমন প্রত্যয় জানিয়ে নাসিম চৌধুরী বলেন, আমাকে নৌকা প্রতীকে রায় দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করলে প্রধানমন্ত্রীর নিকট থেকে অধিক বরাদ্দ এনে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখব। এমপি হলে শুধু আওয়ামী লীগের লোকজন নয়, দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করব।
এ সময় ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারেক চৌধুরী/পিএইচ