লন্ডনের ক্যাসিনোতে বসে হরতাল-অবরোধ দিচ্ছেন তারেক জিয়া
লন্ডনের ক্যাসিনোতে বসে তারেক জিয়া হরতাল-অবরোধ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ওবায়দুল কাদেরের পক্ষে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
কাদের মির্জা বলেন, তারেক জিয়া লন্ডনের ক্যাসিনোতে বসে বাংলাদেশে হরতাল অবরোধ দিচ্ছে। ফলে গাজীপুরে রেললাইন কেটে বগি লাইনচ্যুত করে মানুষ হত্যা করেছে। দেড়শো মানুষ আহত হয়েছে। তেজগাঁওয়ে ট্রেনের ভেতরে ঢুকে তারা আগুন লাগিয়ে দিয়েছে। সেখানে বাচ্চা মেয়েসহ মা মারা গেছেন। আরও দুইজন মানুষ মারা গেছে। চট্রগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন লাগিয়ে হেলপার হত্যা করেছে। এটাকে কি রাজনীতি বলে?
কাদের মির্জা বলেন, এখন আবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। কোনো খবর আছে তারেক জিয়ার অসহযোগের? বঙ্গবন্ধু অসহযোগ দিয়েছেন। বঙ্গবন্ধুর অসহযোগ দেওয়ার পর সারা বাংলাদেশে তোলপাড় হয়ে গেছে। আহারে তারেক জিয়া, বাপের হুত কোম্বা (কুমড়া)। বাজারে ধান চাল চলে না, কোম্বা (কুমড়া) নিবো কনে (কে)? তুই বুঝি অসহযোগ ডাকছোস, মানুষ মানবো? এ অসহযোগের সঙ্গে মানুষ নাই। ২০১৪ সালে বিএনপি অবরোধ দিয়েছিল। সে অবরোধ এখনো চলছে, প্রত্যাহার করে নাই। এ অসহযোগ অসহযোগের জায়গায় থাকবে, সরকারের পতন হবে না।
আওয়ামী লীগ তলোয়ারের নিচে জন্ম হওয়া সংগঠন উল্লেখ করে কাদের মির্জা বলেন, তারেক জিয়া কাকে ভয় দেখায়? আওয়ামী লীগকে? এ আওয়ামী লীগ তলোয়ারের নিচে জন্ম হওয়া সংগঠন। এ সংগঠনের নেতা বঙ্গবন্ধু ৩০ বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছেন। ১৪ বছর জেলের ভেতর জীবন অতিবাহিত করেছেন। সে নেতার কন্যা শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী। শেখ হাসিনা এবং তার কর্মীদেরকে রক্ত চক্ষু দেখিয়ে, আন্দোলনের ভয় দেখিয়ে, ভিসানীতির ভয় দেখিয়ে দমাতে পারবে না।
আরও পড়ুন
অনুষ্ঠানে সিরাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরনবী চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাঈন উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকনসহ অনেকেই বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা (চেয়ার), জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল), জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এ আসনে মোট ভোটার চার লাখ চার হাজার ৯৭৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯ হাজার ৬৯৩ জন ও নারী ভোটার এক লাখ ৯৫ হাজার ২৮৪ জন। ১৩২ কেন্দ্রের ৯০০টি ভোটকক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
হাসিব আল আমিন/পিএইচ