বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ উপলক্ষে শনিবার (১৭ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
শুক্রবার (১৬ এপ্রিল) রাতে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।
তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় বিধানসভায় ভোটগ্রহণ শনিবার (১৭ এপ্রিল)। এ উপলক্ষে ভারত-বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে শনিবার একদিনের জন্য বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভারত, বাংলাদেশসহ তিন দেশের মধ্যে পাথরসহ সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী রোববার (১৮ এপ্রিল) সকাল থেকে বন্দর দিয়ে আবার আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
রনি মিয়াজী/এসপি