বরগুনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরগুনা পৌরসভার ডিকেপি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরসভার ডিকেপি রোড এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়। বরগুনা থানায় দায়েরকৃত একটি নাশকতা চেষ্টার মামলার তিনি এজাহারভুক্ত আসামি।
এ বিষয়ে ওসি বশির আলম ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তাকে আদালতে হাজির করা হবে।
এমজেইউ