পাবনা-৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্সকে শোকজ
নৌকার প্রতিকৃতি তৈরি করে আলোকসজ্জা ও বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটির পাবনা-৫ এ দায়িত্বপ্রাপ্ত পাবনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মো. নাজমুল হোসেন। এদিন গোলাম ফারুক প্রিন্স বরাবর মো. নাজমুল হোসেন স্বাক্ষরিত শোকজের চিঠি দেওয়া হয়েছে।
গোলাম ফারুক প্রিন্সকে শোকজ করা চিঠিতে বলা হয়েছে, ২০ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর নির্বাচন অনুসন্ধান কার্য পরিচালনাকালে বিকেল হতে রাত পর্যন্ত লাইব্রেরি বাজার এলাকায় ডিসি রোডে মাছ বাজারের সামনে ভিশন ডিশ ও ইন্টারনেট লাইন অফিস ভবনের দোতলায়, লাইব্রেরি বাজার হতে জজ কোর্টগামী রাস্তার ডান পাশে (ডাচ বাংলা এটিএম বুথের বিপরীতে), আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এবং একই রাস্তায় আটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট ইছামতি নদীর উপর অবস্থিত ব্রিজের আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী প্রতীক নৌকার প্রতিকৃতি তৈরি করেছেন। সেইসঙ্গে বিদ্যুৎ ব্যবহার করে আলোকসজ্জা করেছেন। এছাড়াও জজকোর্ট হতে পাবনা শহরগামী আব্দুল হামিদ রোডের উভয়পাশে প্রায় সব বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগানো হয়েছে। যার মাধ্যমে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১০ এর (গ) উপবিধি ও বিধি ৭ এর (১) উপ বিধি (ক) লঙ্ঘন করা হয়েছে।
শোকজে আগামী ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় সশরীরে নির্বাচন অনুসন্ধান কমিটির খাস কামরায় উপস্থিত হয়ে নিজে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। অন্যথায় শোকজধারীর ব্যাখ্যা ব্যতীত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।
রাকিব হাসনাত/পিএইচ