ছাত্রলীগের তালা ভেঙে স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে জাহাঙ্গীরের বৈঠক
গাজীপুরের টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন বুদ্দিনের উঠান বৈঠক মাঠের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা টঙ্গীর সফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজ মাঠের ফটকের তালা ভেঙে সেখানে প্রবেশ করেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে টঙ্গী সফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উঠান বৈঠকে আসা স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান ও যুগ্ম আহ্বায়ক মিরাজের নেতৃত্বে ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়।
স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন বুদ্দিন ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নেতাকর্মীদের নিয়ে সফিউদ্দিন সরকার অ্যাকাডেমি অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত উঠান বৈঠকের উদ্দেশে রওনা দেন। তারা আসার আগেই টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান ও যুগ্ম আহ্বায়ক মিরাজের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল মাঠে প্রবেশের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়। এ সময় তারা উঠান বৈঠকের জন্য টাঙানো মাইকের তার এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
একটি ভিডিওতে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন এবং জাহাঙ্গীর আলম কর্মী ও সমর্থকদের নিয়ে তালাবদ্ধ গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। পরে নেতাকর্মীরা ফটকের সামনে উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ফটকের তালা ভেঙে মাঠে প্রবেশ করে উঠান বৈঠকে অংশ নেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান গেটে তালা মারার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা গেটে তালা দেইনি। মাঠে যাতে কোনো হকার প্রবেশ করতে না পারে সেজন্য গেটে সরকারি কলেজের নিরাপত্তাকর্মীরা তালা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন বলেন, বাধা দিয়ে গণজায়ার ঠেকানা যাবে না। জনতা এবার জেগে উঠেছে, যতই বাধা আসবে মানুষ ততোই এগিয়ে যাবে। মানুষ এখন পরিবর্তন চায়। তিনি এ সময় তার ট্রাক মার্কায় ভোট দিয়ে সব অপকর্মের জবাব দেওয়ার জন্য সমবেত জনতাকে অনুরাধ জানান।
একই জনসভায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সরকার ও নির্বাচন কমিশন সারা বিশ্বকে কথা দিয়েছে সুষ্ঠু নির্বাচনের। তাই আমরা বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন বুদ্দিনকে সাপোর্ট দিচ্ছি। তালা দিয়ে ও মাইক বন্ধ করে জনগণকে আটকে রাখা যাবে না।
গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। একই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন বুদ্দিন।
শিহাব খান/কেএ