‘নির্বাচনী সভায় না এলে ভাতার কার্ড বাতিল করা হবে’
আওয়ামী লীগের (নৌকার) নির্বাচনী সভায় অংশগ্রহণ না করলে বিভিন্ন সরকারি ভাতাভোগীদের ভাতার কার্ড বাতিল করা হবে— এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামালপুর সদরের লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাতেম আলীর বিরুদ্ধে।
বিজ্ঞাপন
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর থেকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার বারুয়ামারী বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী।
বিজ্ঞাপন
ওই বক্তব্যে হাতেম আলী বলেন, ‘এই ১৫ বছরে যে ভাইয়েরা বিভিন্ন ভাতায় অন্তর্ভুক্ত হয়েছেন, চেয়ারম্যান ও মেম্বারের মাধ্যমে ভাতাভোগ করছেন... অতি শিগগিরই চেয়ারম্যানের ডাকে আপনাদের প্রাইমারি স্কুলের মাঠে আহ্বান করা হবে। আপনারা উপস্থিত হবেন। আর যদি উপস্থিত না হন, আপনারা যারা বিরুদ্ধে থাকবেন...নির্বাচনের পরে সকল ভাতা থেকে আপনাদের নাম কিন্তু কাটা পড়ে যাবে। সেই কথা আমি আপনাদের জানিয়ে দিলাম।’
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বারুয়ামারী বাজারে জামালপুর-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের প্রচারণায় লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী বক্তব্য দেন। এ সময় লক্ষীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী বলেন, ‘বিভিন্ন সরকারি ভাতাভোগীদের নিয়ে একটি সভার কথা ছিল। আমি যেটা বলেছি এটা আমার ভুল হয়েছে। হঠাৎ করেই আমি এ কথাটি বলে ফেলেছি।’
এ বিষয়ে লক্ষীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, ‘সন্ধ্যায় একটি মিছিল হয়েছে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনেকেই বক্তব্য দিয়েছেন। অনেক লোকজন ছিল। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বক্তব্য আমি ভালো করে শুনিনি।’
রকিব হাসান নয়ন/কেএ