ফের নাশকতা, দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘সীমান্ত এক্সপ্রেস’
দিনাজপুর বিরামপুর উপজেলায় রেললাইনের ওপরে স্লিপার খুলে রেখে নাশকতার চেষ্টা করেছেন হরতাল সমর্থকরা। এতে আনসার বাহিনীর ও গ্রামবাসীর প্রচেষ্টায় অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ সিগনালের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ সিগনালে লাইনের ওপর স্লিপার খুলে রেখে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে নাশকতার চেষ্টা করেন হরতাল সমর্থকরা। রাত সোয়া ১০টার দিকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকার কাছাকাছি এলে আনসার সদস্যরা এটি দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। এতে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা।
বিরামপুর রেলস্টেশনের বুকিং সহকারী ওয়াহিদুজ্জামান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, রাতেই স্লিপারগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ইমরান আলী সোহাগ/আরকে